রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯ অনলাইন ডেস্ক : লা লিগার ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকেই সেল্তা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ লিগে এটি তার ৩৪তম হ্যাটট্রিক। দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানো রোনালদোর লা লিগায় ৩৪টি হ্যাটট্রিক রয়েছে। তবে যেহেতু পর্তুগিজ তারকা বর্তমানে ইতালিয়ান সিরিআ লিগে খেলেন, তাই লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড মেসির একার করে নেওয়া এখন সময়ের ব্যাপার।এদিকে গত ২৯ অক্টোবরই রোনালদোর ক্লাব গোলকে ছাড়িয়ে যান মেসি (৬০৮)। বার্সার হয়েই এই গোলগুলো করেছেন তিনি। তবে সেসময় ৬০৬ গোলে পিছিয়ে পড়া রোনালদো এই গোলগুলো করেছেন স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল ও জুভেন্টাসের হয়ে। Related posts:বর্ষসেরা কোচ হলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের স্কালোনিকাতারে উদ্বোধন হলো ফিফা বিশ্বকাপের সপ্তম ভেন্যুস্পিনে সতর্ক, নজর ওপেনিংয়ে Post Views: ২৩০ SHARES খেলাধুলা বিষয়: