শাকিব ছাড়া ক্যাসিনোতে বুবলী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ অনলাইন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল চিত্রনায়িকা শবনম বুবলীর। এরপর থেকে তার সঙ্গে জুটি বেধে একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এই প্রথম নায়ক শাকিব খান নন, অন্য নায়কের বিপরীতে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের এই লাস্যময়ী। সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করছেন বুবলী। হঠাৎ অন্য নায়কের বিপরীতে কেন অভিনয় করছেন- এমনটা জানতে চাইলে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, আমি বরাবরই বলে এসেছিলাম ভালো ছবি বা কাহিনী পেলে অবশ্যই শাকিবের বাইরে কাজ করবো। অবশেষে ‘ক্যাসিনো’ ছবিতে ব্যাটে-বলে মিলে গেল। এছাড়া, ছবিটির পরিচালক সৈকত নাসির এ প্রজন্মের ‘tune’ বোঝেন। নির্ভরযোগ্য একজন পরিচালক তিনি। তাই এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ‘ক্যাসিনো ছবিতে আরও অভিনয় করবেন তাসকিন রহমান, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন যিনি। গত ঈদুল আযহায় মুক্তি পায় বুবলী অভিনীত সর্বশেষ ছবিটি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে বুবলীর অভিনয় প্রশংসিত হয়। Related posts:বিভেদ ভুলে দুবাই যাচ্ছেন রাজ-পরী!শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানামাদককাণ্ডে জামিন হয়নি শাহরুখপুত্র আরিয়ানের Post Views: ২৪২ SHARES বিনোদন বিষয়: