শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ : চরম দুর্ভোগে যাত্রীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ স্টাফ রিপোর্টার : নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে শেরপুর থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ১৮ নভেম্বর সোমবার সকাল থেকে শহরের বাগরাকসা ও নবীনগর এলাকাস্থ দু’টি বাস টার্মিনাল থেকেই ঢাকা-শেরপুরসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে অভ্যন্তরিণ ও দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীসাধারণ। সোমবার বেলা দেড়টার দিকে শহরের বাগরাকসাস্থ সোনার বাংলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে যাত্রীরা টিকেটের জন্য দাঁড়িয়ে আছেন। কাউন্টারে টিকেট মাস্টারও রয়েছেন। তবে কোন বাসের চালক গাড়ি চালাতে রাজি না হওয়ায় টিকেট বিক্রি করা হচ্ছে না। ঢাকাগামী এক যাত্রী জানান, জরুরি কাজে ঢাকা যাবেন তিনি। প্রায় দু’ঘন্টা থেকে বাস টার্মিনালে অপেক্ষা করলেও কোন বাস ছাড়ছে না। কোন অগ্রিম ঘোষণা না দিয়ে হঠাৎ এভাবে বাস বন্ধ করায় বিপদে পড়েছেন তার মতো আরও অনেকেই। এ ব্যাপারে জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, নতুন সড়ক পরিবহন আইনের কারণে চালক-শ্রমিকরা গাড়ি বের করছেন না। চালকরা কখন কোন মামলায় পড়েন সেই ভয়ে তারা রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছে না। তিনি আরও বলেন, আমরা কোন ধর্মঘট ডাকিনি বা বাস বন্ধেরও নির্দেশনা দেইনি। আমাদের টিকেট কাউন্টার খোলা ও লোকজনও রয়েছে। তবে কোন চালক যদি জরিমানার ভয়ে বাস চালাতে না চায়, তাহলে আমরা কি করতে পারি। Related posts:গাজীপুরে করোনায় এ পর্যন্ত আক্রান্ত ৩৩৬, নতুন ৩ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি‘র নোটিশ জারি Post Views: ৪৮৪ SHARES সারা বাংলা বিষয়: