শেরপুর জেলা পুলিশ ২৪ ঘন্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছে ॥ পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির ব্যক্তব্যে জেলা পুলিশ সুপার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, জেলা পুলিশ ২৪ ঘন্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছে। তিনি যেকোন সমস্যা নিয়ে তার সাথে যোগাযোগের আহ্বান জানান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ারেন্টভূক্ত আসামীদের আইনের হাতে সোপর্দ করতে অভিভাবকদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন। ৩০ নভেম্বর শনিবার থানা কমপ্লেক্স ভবন চত্বরে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্যাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, ঝিনাইগাতী ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ। ওই শান্তি সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগণ ও থানার কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। Related posts:জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে কাঠমিস্ত্রি আটকময়মনসিংহে আ.লীগ নেতা অধ্যাপক ইউসুফ খান পাঠানকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরালসরিষাবাড়ীতে মাদকাসক্তকে বিদ্যালয় কমিটির সভাপতি মনোনিত করায় বিক্ষোভ ও মানববন্ধন Post Views: ২৪৪ SHARES সারা বাংলা বিষয়: