নভেম্বরে প্রেক্ষাগৃহে ব্যতিক্রমী তিন ছবি

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

অনলাইন ডেস্ক : নভেম্বরে মাস জুড়ে প্রেক্ষাগৃহে ব্যতিক্রমী কিছু ছবি মুক্তি পাওয়ার কথা জানালেন পরিচালকরা। এর মধ্যে রয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’, ‘ন ডরাই’ ও ‘ইন্দুবালা’। যদিও  গল্প নির্ভর ছবি ‘পদ্মার প্রেম’ দিয়ে মাস শুরু হযেছে। হারুন-উজ-জামানের পরিচালিত এ ছবিটিতে  জুটি হয়ে অভিনয় করেছেন জুটি আইরিন ও সুমিত সেনগুপ্ত। যদিও ছবিটি গত ২০ সেপ্টেম্বর ‘পদ্মার ভালোবাসা’ নামে কলকাতায় মুক্তি পায়। 

ইতি তোমারই ঢাকা:

১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নির্মিত অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। ছবিটি নভেম্বরের ১৫ পাচ্ছে বলে জানানো হয়েছে। স্বল্পদৈর্ঘ্যগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিন নূর ও তানভীর আহসান।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভসহ একঝাঁক তারকা শিল্পী।

ন ডরাই: 

১৩ নভেম্বর ‘ন ডরাই’ মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা তানিম রহমান অংশু। এই ডেটকে ধরে ইতোমধ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে পরিস্থিতি বুঝে মুক্তির তারিখ পেছানো হতে পারে বলেও জানানো হয়েছে। ছবিটিতে বিভিন্ন অভিনয় করেছেন শরীফুল রাজ, সুনেরাহসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। 

ইন্দুবালা:

ইন্দুবালা নামের আরও একটি ছবি মুক্তির তারিখ জানিয়েছেন ছবিটির পরিচালক জয় সরকার। ছবিটি ২৯ নভেম্বরই মুক্তি দেয়া হবে বলে জানান পরিচালক। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনিনসহ আরও অনেকে অভিনয় করেছেন।

অভিনেতা মাসুম আজিজের গল্পে চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন জয় সরকার।