বগুড়ায় তিন দিনব্যাপী যুবমেলা শুরু

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

অনলাইন ডেস্ক : যুবক-যুবতীদের তৈরি সামগ্রী নিয়ে শুরু হয়েছে বগুড়ায় তিন দিনব্যাপী যুবমেলা। 

শুক্রবার শহরতলীর তিমাথায় যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয় চত্বরে এই মেলা শুরু হয়। 

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ।

এ উপলক্ষে এক আলোচনা সভা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিরাজ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্মসচিব ও টিএমএসএস এর নির্বাহী পরামর্শক নাজমুল হক,যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অডিনেটর রুকশানা বেগম,বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল হোসেন, আত্ম কর্মীর মধ্যে রুহী জান্নাতী,রেজউল করিম প্রমূখ।

আলোচনা সভা শেষে জেলার ১২টি উপজেলার ৯৫ জন যুবক-যুবতীর মধ্যে কর্মসংস্থানের সহায়ক পুঁজি হিসেবে ৫৫ লাখ টাকা ও ১০ জন যুব সংগঠকের মধ্যে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। 

যুব উন্নয়ন কর্তৃপক্ষ জানান, এখান থেকে প্রতি বছর ৮ হাজার ৪০০ যুবক-যুবতীকে কর্মমূখী প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসংস্থান হচ্ছে প্রতি বছর গড়ে ৫ হাজার।

এখান থেকে প্রশিক্ষণ নেওয়া যুবক-যুবতীদের তৈরি পোশাকসহ নানা ধরনের পণ্য নিয়ে মেলার আয়োজন করা হয়। 

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।