বর্ণাঢ্য আয়োজনে শ্রীবরদীতে সমবায় দিবস পালিত

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

শ্রীবরদী প্রতিনিধি ॥ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর, সমবায়ীদের উদ্যোগে ২ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা ইউসিসিএ লি: এর সভাপতি ফখরুজ্জামান সেলিম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, আলহাজ্ব আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মহিব্বুর রহমান। এতে অংশ গ্রহণ করেন সমবায়ীসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।