শ্রীবরদী সীমান্ত থেকে ৪০ বোতল মদ উদ্ধার

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্তের একটি টিলা থেকে পরিত্যক্ত অবস্থান ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। ৫ নভেম্বর সোমবার রাতে পাহাড়ি জনপদের ঝুলগাঁও এলাকায় বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল মদগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় টহল অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে কর্ণজোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার খন্দকার আব্দুল হাইয়ের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝুলগাঁও এলাকার পাহাড়ি টিলায় বিজিবি অবস্থান নিলে বিজিবির অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার খন্দকার আব্দুল হাই মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ৪০ বোতল ভারতীয় অফিসার চয়েজ ব্লু ব্র্যান্ডের মদের দাম আনুমানিক ৬০ হাজার টাকা। ওই ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি জিডি করা হয়েছে।

শ্রীবরদী থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম জিডি দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।