শেরপুরে দুর্নীতিবিরোধী শপথ নিলেন জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ নভেম্বর সকালে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। এসময় তিনি ভূমি ব্যবস্থাপনায় নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, ভূমি অফিসের স্বচ্ছতা ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় ভোগান্তি কমাতে ই-নামজারিসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, সচিব জানান, ভূমি সেবাকে আরও সহজ করতে নির্ভূল জরিপের জন্য ইতোমধ্যেই ১ হাজার ৩শ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া জনগণ যাতে ঘরে বসে অটোমেটিক ভূমি সেবা পায় সেজন্য ৯৯৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরে সচিব ভূমি কর্মকর্তাগণসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সেমিনারে উপস্থিত প্রায় সহস্রাধিক নাগরিককে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌর মেয়র আবু সাইদ, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।
সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সদর উপজেলার সদর সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, শ্রীবরদী সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান জিসান, ঝিনাইগাতী সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন, নকলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।