শেরপুরে সন্ত্রাস ও মাদক মুক্ত এবং উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার আলো জালবো ডিজিটাল বাংলাদেশ গড়ব এই স্লোগানকে সামনে রেখে বাগরাকসা দক্ষিণ সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে ১৭ নভেম্বর রাত ৮টায় বাগরাকসা মহল্লায় সন্ত্রাস ও মাদক মুক্ত বাগরাকসা ও সার্বিক উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। বাগরাকসা দক্ষিণ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি এডভোকেট তৌহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আতিউর রহমান মিতুল, শেরপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার নজরুল ইসলাম প্রমুখ। বাকরাকসা দক্ষিণ সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এস.এম শহিদুল ইসলামের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম, নওহাটা ফাযিল মাদরাসার অধ্যক্ষ নুরুল আমিন, আলহাজ্ব ডাঃ জাবেদ আলী, এমদাদুল হক, মোরাদ মিয়া, সোলায়মান হোসেন ও কামরুন্নাহার লিখা প্রমুখ। অনুষ্ঠান স্থলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মঞ্চে আসন গ্রহণ করার পর অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তাগণ ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে মাদক বিরোধী, সন্ত্রাস, বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।