শেরপুরে নারী ও পুরুষ প্রতিনিধিদের নিয়ে শালিস বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার ৭নং ভাতশালা ইউনিয়নের ভূইয়ার চর স্বণির্ভর নারী কল্যাণ সংস্থার আয়োজনে উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক নারী ও পুরুষ দলের সদস্যদের প্রতিনিধিদের নিয়ে জেন্ডার সেনসেটিভ লিখিত শালিস বিষয়ক প্রশিক্ষণ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। এসএনকেএস এর নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলী নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রহিম উদ্দিন মিয়া। ১৯ নভেম্বর সকাল ১০টায় প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন করেন নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ঝিনুক। প্রশিক্ষণে ভাতশালা, বলাইয়ের চর, রৌহা, লছমনপুর ইউনিয়নের প্রায় ২৫ জন নারী ও পুরুষ প্রতিনিধি অংশগ্রহণ করেন। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন মানুষের জন্য ফাউন্ডেশন নেত্রকোণা সাবলম্বী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার মাসুদ ইবনে জয়নাল ও শেরপুর জামালপুরে প্রোগ্রাম অফিসার খালেদা পারভীন। ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করিয়া আদর্শ বিচার বিশ্লেষণ সম্পর্কে অনেক কিছুই তারা জানতে পারবে এবং সেইগুলি গ্রাম্য শালিসীতে তারা ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য অসহায় গরীব দুঃখীদের সহায়তা করবে। সেই লক্ষেই ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।