শেরপুরে জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন ॥ সভাপতি আশরাফ সম্পাদক মোরাদ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় যুব সংহতি শেরপুর জেলা কমিটির সম্মেলন ২০১৯ ২৩ নভেম্বর শনিবার বিকেল ৩টায় শহরের খরমপুরস্থ জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব সংহতি শেরপুর জেলা কমিটির আয়োজনে যুব সংহতি শেরপুর জেলা শাখার সভাপতি এস.এম আশরাফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক আছাদুজ্জামান মোরাদের উপস্থাপনায় সম্মেলনে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু সাজেদ সরদার বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের বাদল, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক কমিটির সদস্য নুরুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার সহ সভাপতি সাবেক কমিশনার হারুণ জিলানী সরকার প্রমুখ। সম্মেলনে যুব সংহতির বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনে যুব সংহতি কি কি কর্ম এবং জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন প্রদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় পার্টির শেরপুর জেলা শাখার সহ সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, কৃষক পার্টির সাধারণ সম্পাদক উসমান গণি, যুব সংহতি শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, থানা শাখার সভাপতি মোঃ হানিফ উদ্দিন, জাতীয় শ্রমিক পার্টির শ্রীবরদী উপজেলা জাপার সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানা, জাতীয় শ্রমিক পার্টির শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি এ.টি.এম রায়হান রতন, গাজীর খামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাপা নেতা তাজুল ইসলাম হেলাল, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক লিটন মিয়া সহ যুব সংহতির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলন শেষে কোন প্রতিদ্বন্দী না থাকায় বর্তমান সভাপতি আশরাফকে সভাপতি ও সাংবাদিক আছাদুজ্জামান মোরাদকে সাধারণ সম্পাদক হিসেবে সম্মেলনে ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ প্রদান করেন।