জামালপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অভিযানে গত দুই মাসে কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৮০টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জামালপুরস্থ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের সার্বিক দিক নির্দেশনায় গত দুই মাসে বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আওতাধীন বিজিবি’র সীমান্তবর্তী সাহেবের আলগা, দাঁতভাঙ্গা, গয়তাপাড়া, মোল্লারচর বিওপির জোয়ানরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু প্রবেশকালে আনুমানিক ৪৭ লাখ টাকা মূল্যের ১৮০টি ভারতীয় গরু আটক করেন।

অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, আটক গরুগুলো কুড়িগ্রামের রৌমারী শুল্ক অফিসে জমা করা হয়েছে। সীমান্তে মাদক, গবাদিপশু এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠায় সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।