শেরপুরে ৫ দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য বিষয়ক প্রশিক্ষণ উদ্ধোধন

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার ৭নং ভাতশালা ইউনিয়নের সাপমারী এসএনকেএস এর অফিস কার্যালয়ে উইম্যান এন্টারপ্রিনিয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েভ) এর আয়োজনে এসএমই ফাউন্ডেশন এর সহযোগীতায় ৫ দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। স্বণির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্ধোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপক শেরপুর বিসিক এর তামান্না মহল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি, শ্যামলী নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সিনিয়র রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, এসএমই ট্রেইনার মোঃ শামীম আহম্মেদ, ট্রেইনার ফাতেমাতুজ্জহুরা, রিনা কনা পাল, শেরপুর বিসিক এর প্রোগ্রাম ম্যানেজার রেজুয়ানুল হক প্রমুখ। ৫ দিন ব্যাপী প্রশিক্ষণটি ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রোগ্রামে ৪টি ইউনিয়নের ৩০জন নারী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষনে যারা ভাল করবে তারা নিজের পায়ে দাড়াতে পারবে। নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে নিজের পায়ে দাড় করানোই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠান পরিচালনা করেন এসএনকেএস এর প্রোগ্রাম অফিসার মোঃ জিয়াউল হক।