শীত বাড়ায় শেরপুরে দোকানিদের জমজমাট ব্যবসা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শৈত্যপ্রবাহের ফলে দেশজুড়ে শীতের তাণ্ডব বেড়েছে। শেরপুরও প্রতিদিন সূর্যের দেখা মিলছে অনেক বেলা করে। এতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতের তীব্রতা বেশি লক্ষ্যণীয় হচ্ছে।


গত দুই তিনদিনের ঠান্ডায় ভিড় বেড়েছে জেলা শহরের কাপড়ের দোকানগুলোতে। সড়কের পাশের ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমে থাকে দিনভর। এছাড়াও শহরের রঘুনাথ বাজার ও বিএনপি অফিসের সামনে পুরনো কাপড়ের দোকানগুলোতেও দেখা যাচ্ছে উপচেপড়া ভিড়।
নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও কেনাকাটা করছেন এসব মার্কেট থেকে। পছন্দনীয় কাপড়ের পাশাপাশি দামটাও আয়ত্তের মধ্যে থাকায় এ সকল দোকানগুলোতে ভিড় করছেন তারা। দোকানিরাও এই সিজনে পুরো এক বছরের ব্যবসা সম্পন্ন করেন বলেও তারা জানান।


পুরনো কাপড় বিক্রেতারা জানান, সাধ্যের মধ্যে ক্রেতাদের কাছে তারা পছন্দের শীতবস্ত্র দিতে পেরে আনন্দিত। পাশাপাশি এই দুই মাস তাদের এই ব্যবসাটা জমজমাট চলে।