আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ২৬ ডিসেম্বর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আগামী ২৬ ডিসেম্বর। মন্ত্রীর পদে থাকা নেতারা কমিটিতে থাকতে পারবেন কিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে কাল। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সভা শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। প্রায় সাড়ে তিনঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ঘোষণার পর নতুন বছরে ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে যাবে এবং একই সঙ্গে নতুন কমিটি কার্যক্রম শুরু করবে। কমিটিতে কারা থাকছে জানতে চায়লে কাদের বলেন, নতুন পুরাতনদের সমন্বয়ে কমিটি করা হবে। তবে মন্ত্রিসভার সদস্যরা কমিটিতে জায়গা পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাব স্পষ্ট হবে বুধবার। মন্ত্রিসভার সদস্যরা কমিটিতে জায়গা পাবেন কিনা এ নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির উপর ছেড়ে দিয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্যরা। তিনি (প্রধানমন্ত্রী) এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত জানানোর পরই কমিটি পূর্ণাঙ্গ করে পরদিন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল পর্বে টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এবং দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। Related posts:গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এখন উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রীজন্মবার্ষিকীতে শেখ কামালের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা'কিছু লোক আছে যারা অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়' Post Views: ২৪০ SHARES রাজনীতি বিষয়: