আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ঘোষণা কাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ অনলাইন ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হবে আগামীকাল রোববার। এদিন বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের মেয়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিচার-বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। নেত্রী নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়া হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে। কাদের বলেন, আগামীকাল বেলা ১১টায় ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে উভয় সিটি মেয়র ও কাউন্সিলর যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের নাম ঘোষণা হবে। Related posts:এবার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না : শেখ হাসিনাসম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চাই : হাসনাতবাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর: ওবায়দুল কাদের Post Views: ২৫৫ SHARES রাজনীতি বিষয়: