ইংরেজী নববর্ষে শেরপুরবাসীকে সাবেক সাংসদ শ্যামলীর শুভেচ্ছা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ খ্রিষ্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে শেরপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সাংসদ, শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। নববর্ষ ২০২০ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক- এমন প্রত্যাশায় সাবেক সাংসদ শ্যামলী বলেন, ‘নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- খ্রিষ্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।’ তিনি আরও বলেন, ‘অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। তাই তো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন। খ্রিষ্টীয় নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দেশ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিষ্টাব্দ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।’ Related posts:ভোগাই নদীর ভাঙ্গনের কবলে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী ও চকপাড়া এলাকাশেরপুরে অটোরিকশায় উড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীরশেরপুরে পৃথক ঘটনায় ৫ জনের অপমৃত্যু Post Views: ২৯৩ SHARES শেরপুর বিষয়: