খালেদা জিয়া সন্ত্রাসের ‘গডমাদার’, জেলে বেশ ভালো আছে: প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসের গডমাদার হচ্ছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। এর চেয়ে বড় সন্ত্রাস আর কী হতে পারে? খালেদা জিয়া জেলে আছেন। তিনি সেখানে বেশ ভালো আছেন। আজ বুধবার বিকালে গণভবনে জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, হরতাল-অবরোধ দিয়ে খালেদা জিয়া মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। সেই অবরোধ-হরতাল এখনও তোলেনি। তার হুকুমে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে! সে তো জেলে আছে, বেশ ভালো আছে। তার জন্য আবার কারও কারও মায়াকান্নাও দেখি। Related posts:সারাদেশে করোনা কেড়ে নিলো আরও ৮৬ প্রাণ‘নম্বর মূল্যায়নে’ প্রাথমিক শিক্ষক বদলিপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিভিন্ন দলের নেতারা Post Views: ২৭৪ SHARES জাতীয় বিষয়: