চাঁদাবাজি করতে এসে শেরপুরে কথিত সাংবাদিক ও সহযোগী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯ স্টাফ রিপোর্টার : ৫ ডিসেস্বর বৃহস্পতিবার রাতে শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী দশানী বাজারে চাঁদা উঠাতে এসে জনতার হাতে কথিত সাংবাদিক তারেক ও সহযোগী আনসার সদস্য রবিউল ইসলামকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। আটককৃতরা পাশ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার গিলবানিয়া গ্রামের বাসিন্দা। জনতা তাদেরকে আটক করে শেরপুর সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ সূত্রে জানাযায়, জামালপুর থেকে প্রকাশিত দৈনিক নবতান পত্রিকার স্টাফ রিপোর্টার তারেক ও তার সহযোগী রবিউল ইসলাম চরজঙ্গলদী দশানী বাজারে বালু উত্তোলনকারী একটি ড্রেজারের মালিকের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের দুই জনকে আটক করে। এর আগেও তারেক সাংবাদ প্রকাশের ভয় দেখিয়ে দু দফায় ৫ হাজার টাকা করে চাঁদা নিয়ে যায়। আজও আবার চাঁদা নিতে আসলে তাদের আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। Related posts:জামালপুরে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারগাজীপুর নগর আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আতাউল্লাহ মণ্ডলজামালপুরে ধানক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার Post Views: ২৪৩ SHARES সারা বাংলা বিষয়: