জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না : শিক্ষামন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ অনলাইন ডেস্ক :শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ-৫ জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। এই উন্মাদনা শিশুদের জীবনটাকে একেবারে নিরানন্দময় করার সঙ্গে বিষিয়েও দিচ্ছে। আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে, সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আরও বলেন, চতুর্থ বিষয়ের নম্বর গতবছর থেকে যুক্ত হচ্ছে না। আমার মনে হয় যত কম জিপিএ-৫ নিয়ে কথা বলি তত আমাদের শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার জন্য ভালো। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি সাহাবউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হকসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। Related posts:দেশে কভিডের প্রথম বুস্টার ডোজ নিলেন সেই রুনু ভেরোনিকালকার অভিযানে বাংলাদেশ ব্যাংকে দুদকের ৮ সদস্যের টিমনতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক: আরব আমিরাতে ৭ দেশের ফ্লাইট স্থগিত Post Views: ২৫৯ SHARES জাতীয় বিষয়: