ধুলা-দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে: সাঈদ খোকন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : ধুলা-দূষণ নিয়ন্ত্রণে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ রাজধানীর নগর ভবনের সামনে ধুলা-দূষণ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পানি ছিটানোর বিশেষ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় সাঈদ খোকন বলেন, বর্তমানে ধুলা-দূষণ নিয়ন্ত্রণে আমাদের ব্যবস্থাপনা সীমিত। যদিও এর মূল দায়িত্ব সাধারণত পরিবেশ অধিদপ্তর পালন করে। কিন্তু নাগরিক দায়িত্বকে সম্মান জানিয়ে আমরা এ কাজগুলো করি।তিনি বলেন, আমরা বিশেষ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। যার আওতায় আমাদের প্রাইমারি সড়কগুলোতে সকালে এবং বিকেলে দুই বেলা পানি ছিটিয়ে বায়ুদূষণ রোধে চেষ্টা করা হবে। মেয়র খোকন বলেন, নতুন কর্মসূচির আওতায় প্রতিদিন সকাল ৬টা থেকে সাড়ে ৮টা এবং বিকেলে একটি নির্দিষ্ট সময় পানি ছিটানো হবে। কর্মসূচির আওতায় যেসব স্থানে কন্সট্রাকশন চলছে, সেখানে যদি সঠিকভাবে কাজ না হয় বা এলোমেলোভাবে মাটি কিংবা অন্যকিছু পড়ে থাকে, তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। Related posts:জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নিলেই আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনারবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক অনন্য-অসাধারণ মহীয়সী নারী : তাপসযুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান Post Views: ২১৯ SHARES জাতীয় বিষয়: