নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে মরিচপুরান টেকনিক্যাল স্কুলের পাশের ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ২ ডিসেম্বর সোমবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক মরিচপুরান ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান গতকাল ১ ডিসেম্বর রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। ফলে রাতে তার পরিবারের লোকজন আব্দুর রহমানকে আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে আজ সোমবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্মাণাধীন মরিচপুরান টেকনিক্যাল স্কুলের পাশে থাকা মিয়া হোসেনের ধানক্ষেতে আব্দুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তার স্বজনরা তাৎক্ষণিক নালিতাবাড়ী থানায় অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যাকান্ড সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোন একসময় রহমানকে হত্যা করে মরদেহ ফেলে রাখে হত্যাকারীরা। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। Related posts:ফরিদপুরে বাস চাপায় নিহত ২ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতময়মনসিংহে সেই লাগেজ থেকে মিলল মস্তকবিহীন দেহ Post Views: ২৫৩ SHARES সারা বাংলা বিষয়: