বাংলাদেশের হজ কোটা বৃদ্ধি, এবার হজপালন করবেন ১ লাখ ৩৭ হাজার ১৯১ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : বাংলাদেশি হজযাত্রীদের জন্য ১০ হাজার হজ কোটা বাড়ানো হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে হজপালন করার সুযোগ পাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯১ জন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে মক্কায় ২০২০ সালের হজ চুক্তির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের হজ ও উমরা প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাতের নেতৃত্বে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে হজ কোটা বাড়ানোর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন হজ এজেন্সিজ এসোসিয়েশন আব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাৎ হোসাইন তাসলিম। উল্লেখ্য যে, মুসলিম জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের অনুকূলে সৌদি আরব কর্তৃপক্ষ হজ কোটা বরাদ্দ দেয়। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজপালনের সুযোগ পেয়ে আসছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অনুকূলে হজ কোটা বাড়ানোর জন্য বলা হচ্ছিল। বাংলাদেশের দাবি মেনে এবার ১০ হাজার কোটা বাড়ানো হলো। চাঁদ দেখা সাপেক্ষে ২০২০ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১ আগস্ট। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন। Related posts:নালিতাবাড়ীতে শেষ হলো দু’দিনব্যাপি ফাতেমা রাণীর তীর্থোৎসবমহানবী (সা.) যেভাবে মানুষকে শিক্ষা দিতেনআজ পবিত্র শবে মেরাজ Post Views: ৩২৬ SHARES ইসলাম বিষয়: