বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯ অনলাইন ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ হাজার মার্কিন ডলার ও দুটি দামি মোবাইল সেটসহ লাইলী রহমান লাকি (২৮) নামে এক নারীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক লাইলী রহমান লাকি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চররামারী কান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। বেনাপোল শুল্কভবনের শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ভারত থেকে ফিরে ওই নারী আন্তর্জাতিক চেকপোস্টের কাস্টমস স্কানিং শেষে বের হলে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার ল্যাগেজ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি দামি মোবাইল ফোনসেট পাওয়া যায়। তিনি আরও জানান, উদ্ধারকৃত ডলার ও মোবাইল সেট দুটি কাস্টমস হাউজ শাখায় জমা করা হবে। এছাড়া আটক নারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। Related posts:দেওয়ানগঞ্জে ৮শ ইয়াবাসহ ১জন গ্রেফতারফুলপুরে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতআজ রাতে ফাঁসি কার্যকর হবে দুই বান্ধবীকে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামির Post Views: ২৩৭ SHARES সারা বাংলা বিষয়: