শেরপুরে ঘুষের টাকাসহ দুদকের হাতে হিসাবরক্ষণ কর্মকর্তা আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ ঘুষের ৫০ হাজার টাকাসহ শেরপুরে এবার দুদকের অভিযানে জেলা হিসাবরক্ষণ অফিসের এস এ এস সুপারিটেন্ডেন্ট (সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা) মোঃ ইউনুস মিয়া আটক হয়েছেন । (২৯ ডিসেম্বর) রবিবার বিকেলে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা হিসাবরক্ষণ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফজুর রহমানের নেতৃত্বে এক অভিযানে আটক করা হয়। আটক ইউনুস মিয়া নেত্রকোনা জেলা সদর উপজেলার দরুন বালিগ্রামের বাসিন্দা। তিনি আড়াই মাস আগে ঢাকার সিজিএ অফিস থেকে শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসে বদলী হয়ে আসেন। অভিযানকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর সহকারী পরিচালক আতিকুল আলম ও কোর্ট পরিদর্শক মোহাম্মদ বুলু মিয়াসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানাগেছে, শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক হানিফ মিয়া তার দীর্ঘদিনের বকেয়া বেতনের প্রায় ১৬ লাখ টাকার একটি বিল দাখিল করেন জেলা হিসাবরক্ষণ অফিসে। ওই বিল পাশের জন্য অফিসের এসএএস সুপার মোঃ ইউনুস মিয়া তার দাবিকৃত ৩০ পার্সেন্ট ঘুষের টাকার মধ্যে এর আগে ৪০ হাজার টাকা এবং রবিবার আরও ৫০ হাজার টাকা গ্রহণ করেন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফজুর রহমান জানান, ওই ঘটনায় জেলা সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ইউনুস মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানান তিনি। Related posts:শেরপুরে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশেরপুরে পরকীয়া করে গোপনাঙ্গ হারালেন যুবকশেরপুরের নকলায় স্কুলছাত্রের আত্মহত্যা Post Views: ২৬৫ SHARES শেরপুর বিষয়: