শেরপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯ স্টাফ রিপোর্টার : শেরপুরে সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে সরকারি বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা কর্নারের দরজার ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্নারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা ছবি, স্বাধীনতা সংগ্রামের তথ্যমূলক বই এবং মুক্তিযুদ্ধ বিষয়ক নানা তথ্য ও বই রয়েছে। Related posts:মেয়ের দ্বিতীয় বিয়ে মানতে পারেননি বাবা, তাই সৌরভকে হত্যা: ব্রিফিং এ ময়মনসিংহের এসপিজিল বাংলা সুগার মিলের বকেয়া বেতনসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মত বিনিময় সভানেত্রকোনায় শাশুড়িকে পালিয়ে বিয়ে, ৯ বছর পর মেয়ের জামাই গ্রেফতার Post Views: ২২০ SHARES সারা বাংলা বিষয়: