সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ অনলাইন ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন আক্তার মৌলি নিহত হয়েছেন। ফারমিন আক্তার মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানের মেয়ে। মঙ্গলবার ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরে ফেরার পথে রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা থেকে বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামেন মৌলি। সেখানে ব্যক্তিগত কাজ শেষে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নাজিপুরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে চিতলমারির কুইনা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন দুজ’ন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৌলির মৃত্যু হয়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দিয়ে নাজিরপুরের বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল চালক রাকিবুল হাসানও গুরুতর আহত হন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:লকার অভিযানে বাংলাদেশ ব্যাংকে দুদকের ৮ সদস্যের টিম‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতিরগুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সদরদপ্তর Post Views: ২৪৩ SHARES জাতীয় বিষয়: