শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের মামলায় ৬ আসামি ২ দিনের রিমাণ্ডে

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনায় থানায় দায়ের করা মামলায় ৬ আসামির ২ দিন করে রিমাণ্ড মঞ্জুর হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আসামিদের জামিন ও ৫ দিনের রিমাণ্ড আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তাদের জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে নুরুল ইসলাম (২২), প্রদান মিয়া (১৯), আলমগীর হোসেন (২১), মোফাজ্জল হোসেন (২০), ছায়েদুল ইসলাম (২২) ও রতন মিয়া (১৯)। এছাড়া মারুফ মিয়া নামে অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানী করেন কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহীদুল ইসলাম ও এডভোকেট আক্রামুজ্জামান। আর আসামি পক্ষে শুনানী করেন এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জের ধরে ১ ডিসেম্বর রবিবার রাত ৮টার দিকে শহরের দিঘারপাড় এলাকার অন্তত: ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী ধারালো রামদা, লাঠিসোটা নিয়ে খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে হোটেল আবির-নিবিরসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা-ভাংচুর চালায়। ওই ঘটনায় রাতেই সদর থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করেন।