জামালপুরে র‌্যাবের অভিযানে আটক দুই টিকিট কালোবাজারির জরিমানা

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই টিকিট কালোবাজারিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন। ৪ ডিসেম্বর দুপুরে র‌্যাবের অভিযানে তাদেরকে আটক করা হয়েছিল।

জরিমানার দণ্ডপ্রাপ্ত টিকিট কালোবাজারিরা হলেন- মেলান্দহ পৌরসভার শাহজাদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে নূর মোহাম্মদ ফজল (৪৭) ও মৃত আব্দুস সালামের ছেলে মো. নজরুল ইসলাম (৪০)। জরিমানার টাকা পরিশোধের পর তারা মুক্তি পেয়েছেন।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ৪ ডিসেম্বর দুপুর সোয়া একটার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছিল। তাদের কাছ থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছয়টি টিকিট জব্দ করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।