জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

জামালপুর প্রতিনিধি : ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শহরের বকুলতলা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।সোমবার ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অধ্যাপক মীর আনসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, দুদকের পরিদর্শক বুলু মিয়া, নারী নেত্রী অ্যাডভোকেট শামীম আরা, সাংবাদিক ইউসুফ আলী, সনাক সদস্য অধ্যাপক এস এম কায়েদ উদ জামান, একেএম আশরাফুজ্জামান স্বাধীন, টিআইবি’র এরিয়া ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্নীতি দমনের কোনও বিকল্প নেই, সরকারকে দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।