শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তিতে সাধারণ যাত্রী

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

স্টাফ রিপোর্টার : আন্তঃজেলা বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ উত্তরাঞ্চল বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাসহ সারাদেশ গামী যাত্রী সাধারণ।

বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সরকারি নিয়ম না মেনে বিআরটিসি বাস যত্রতত্র কাউন্টার থেকে চলাচল করায় এর প্রতিবাদে ৯ ডিসেম্বর সোমবার বিকেল থেকে বিভাগীয় নেতাদের নির্দেশনায় ওই ধর্মঘট শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনার বাংলা বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, টিকেট কাউন্টার বন্ধ রয়েছে। সাধারণ যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে অপেক্ষা করছেন। তবে কোন বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

এ ব্যাপারে শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক সুজিত ঘোষ জানান, বিআরটিসি বাস নিয়ে গন্ডগোলের কারণে ময়মনসিংহ উত্তরাঞ্চল মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নির্দেশে বাস বন্ধ রেখেছেন তারা। তাদের সাথে ঝামেলা মিটে গেলেই বাস চলাচল শুরু হবে।