কামারের চর ইউনিয়ন পরিষদ ভবনে বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শেরপুর সদর উপজেলার ১নং কামারের চর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর সদর থানা পুলিশের আয়োজনে গ্রেফতারী পরোয়ানা তামিল, জঙ্গি, মাদক, বাল্য বিবাহ, গুজব, ইভটিজিং নির্মূলে কমিউনিটিং এর অংশগ্রহণে বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন অতিরিক্ত পুুলিশ সুপার প্রশাসন মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ মনিরুল আলম ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বিএসসি, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী মাস্টার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কামারের চর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সদর থানার এসআই মঞ্জুরুল আলম। কমিউনিটি পুলিশের ইউনিয়ন কমিটির সদস্য যুবলীগ নেতা গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ টোয়েন্টিফোরডটকমের সিনিয়র রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, সমাজ সেবক আক্তারুজ্জামান আক্তার, ইউপি সদস্য এরশাদ আলী, মোক্তার আলী, প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, সার্জেন্ট অবসরপ্রাপ্ত আব্দুল মজিদ, যুবলীগ নেতা উসমান গণি, ইউপি সদস্য শরিফুল ইসলাম মিস্টার, সাবেক মেম্বার রেদুয়ান আলী, আব্দুল মালেক প্রমুখ। এ সময় ঐ ইউনিয়নের ১৪জন ওয়ারেন্টভূক্ত আসামী আত্মীয় স্বজন, মা, বাবা, ভাই উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য রাখেন এবং আগামী ১৫ দিনের মধ্যে সকল আসামীদের আদালতে হাজীর করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ওয়ারেন্টভূক্ত আসামীদের আদালতে আসা যাওয়া এবং আদালতে হাজিরা দিতে সকল আর্থিক খরচ ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করার আশ্বাস প্রদান করেন।