নাইজেরিয়ায় ফের আইএস’র বর্বরতা, ১১ জনের শিরশ্ছেদ

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

অনলাইন ডেস্ক : উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নাইজেরিয়ায় ১১ খ্রিস্টানকে গলা কেটে হত্যা করেছে। খবর বিবিসির।

শুক্রবার বিবিসি জানায়, আইএস একটি ভিডিও ফাইল প্রকাশ করে দাবি করেছে, তারা নাইজেরিয়ার ১১ খ্রিস্টান পুরুষকে গলা কেটে হত্যা করেছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশ থেকে গত কয়েক সপ্তাহে এসব ব্যক্তিকে অপহরণ করেছিল এই উগ্র জঙ্গি গোষ্ঠী।  

ইরাক ও সিরিয়ায় পরাজিত হওয়ার পর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে তৎপরতা  জারদার করে। বর্তমানে নাইজেরিয়া ও চাদ হ্রদের আশপাশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে এই জঙ্গি গোষ্ঠী।

নাইজেরিয়ার প্রধান জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২০০৯ সালে নৃশংস হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছিল। পরবর্তীতে মধ্যপ্রাচ্যে দায়েশের উত্থান হওয়ার তারা এই জঙ্গি গোষ্ঠীর প্রতি একাত্মতা ঘোষণা করে।