ঢাকা দক্ষিণ সিটিতে আ’লীগের মেয়র প্রার্থী তাপসের পক্ষে গণসংযোগে ব্যস্ত যুব মহিলা লীগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ২২ জানুয়ারি নগরীর নবাবগঞ্জ রোড পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন কেন্দ্রিয় যুব মহিলা লীগ। গণসংযোগে নেতৃত্ব দেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। গণসংযোগে ওইসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। যানা গেছে, নির্বাচনের শুরুতেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চেয়ে আসছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল জানান, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের শুরুতেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মাঠে নামেন। আমাদের চলমান গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে। Related posts:যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে: কাদেরকিছু নেতা সাম্প্রদায়িকতাকে ব্যবহারের চেষ্টা করছেপ্রধানমন্ত্রীর মুখের ওপরে গেট বন্ধ করে দিয়েছিলেন : আইনমন্ত্রী Post Views: ৪২৬ SHARES নির্বাচনের মাঠ বিষয়: