এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ জামালপুর প্রতিনিধি : অসহায় ও শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে জামালপুর এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন। ১৬ জানুয়ারি আরামবাগ এলাকায় এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। জামালপুর এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার বক্তব্যে বলেন, শীতার্তদের মাঝে এ বছর জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও ১২ লাখ টাকার শীতবস্ত্র কেনার প্রক্রিয়া রয়েছে। আমরা শিশুদের জন্যও শীতবস্ত্র দিবো। জেলা প্রশাসক বলেন, আমার অফিসে যারা গিয়েছে তাদের সবাইকে কম্বল দিয়েছি। কাউকে ফিরিয়ে দেয়নি। আপনাদের এই উদ্যোগে আমি অত্যন্ত খুশি হয়েছি। তিনি বলেন, আগামী দিনে আপনাদের সহযোগিতায় আরও বেশি শীতবস্ত্র বিতরণ করতে চাই। অনুষ্ঠানে নির্বাহী হাকিম আরিফ হোসেন, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলীসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যুফুলপুরে নাইট কোচে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আটক ২নেত্রকোনায় আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক Post Views: ২৪০ SHARES সারা বাংলা বিষয়:
জামালপুর এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার বক্তব্যে বলেন, শীতার্তদের মাঝে এ বছর জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও ১২ লাখ টাকার শীতবস্ত্র কেনার প্রক্রিয়া রয়েছে। আমরা শিশুদের জন্যও শীতবস্ত্র দিবো। জেলা প্রশাসক বলেন, আমার অফিসে যারা গিয়েছে তাদের সবাইকে কম্বল দিয়েছি। কাউকে ফিরিয়ে দেয়নি। আপনাদের এই উদ্যোগে আমি অত্যন্ত খুশি হয়েছি। তিনি বলেন, আগামী দিনে আপনাদের সহযোগিতায় আরও বেশি শীতবস্ত্র বিতরণ করতে চাই। অনুষ্ঠানে নির্বাহী হাকিম আরিফ হোসেন, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলীসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।