খুলনায় সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ ময়মনসিংহ প্রতিনিধি : একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ময়মনসিংহে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্তর টিভির ময়মনসিংহের স্টাফ রিপোর্টার বাবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ.জেড.এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, মোশাররফ হোসেন প্রমুখ। এসময় দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সকল হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সাথে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা। Related posts:শেরপুর জেলা পুলিশ ২৪ ঘন্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছে ॥ পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমনানা আয়োজনে শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিতসরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু Post Views: ২১২ SHARES সারা বাংলা বিষয়: