ঝিনাইগাতীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ ঝিনাইগাতী প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অটো-ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সানজিদা (৮) নামে এক শিশু-ছাত্রীর মৃত্যু হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সকালে উপজেলা সদরে ওই দুর্ঘটনা ঘটে। সানজিদা স্থানীয় ইকরা ন্যাশনাল ইসলামী একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ও খৈলকুড়া গ্রামের সামছুল হকের কন্যা। জানা যায়, সোমবার সকাল ১০টায় বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে নানীর সাথে বাড়ি ফিরছিল সানজিদা। পথিমধ্যে ব্রিজপাড় এলাকায় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতরভাবে আহত হয়। আহত সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১ তম বার্ষিক সাধারণ সভাঅবশেষে সেই বিধবাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছালো জেলা প্রশাসন ও জেলা পুলিশবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন Post Views: ২৭৫ SHARES ঝিনাইগাতী বিষয়: