তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ অনলাইন ডেস্ক : সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এখনও কমেনি শৈত্যপ্রবাহের দাপট। এতে হাঁড়কাঁপানো শীতে কাপছে জেলার সর্বস্তরের মানুষ। তবে সব থেকে বেশি বিপাকে পড়তে দেখা গেছে জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষদের। মঙ্গলবার সকাল ৯টায় ফের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে ঘুরে দেখা যায়, শৈত্যপ্রবাহে জুবুথুবু হয়ে পড়েছে অনেকেই। অনেকেই আবার বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।সূর্যের আলোয় একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা ৩ ঘণ্টার ব্যবধানে ৩ পয়েন্ট কমে সকাল ৯টায় ৬ ডিগ্রিতে নেমে যায়। Related posts:গণপরিবহন চালুর চিন্তা করছে সরকারসাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তারবাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘমেয়াদী সহায়তা দিয়ে যাওয়ার আশ্বাস Post Views: ২০৯ SHARES জাতীয় বিষয়: