নকলায় এশিয়ান টিভি’র ৭ম বর্ষপূর্তি পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এশিয়ান টেলিভিশনের নকলা প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টুর নকলা শহরস্থ অস্থায়ী কার্যালয়ে তার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান প্রমুখ। ওইসময় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, পৌর কাউন্সিলর জরিপ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, সুধীজনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিতনেত্রকোনায় পরিছন্ন শহর গড়তে প্রচারাভিযান কর্মশালাশেরপুরে দারুল আমান মডেল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Post Views: ২৮০ SHARES নকলা বিষয়: