ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন ৬ জন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। নিহতদের চারজন একই পরিবারের সদস্য। নিহতরা হলেন— ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওলামাদলের সভাপতি ডা. শরিফুল ইসলাম (৪০), তার মেয়ে তাবাস্সুম (৮), ভাগ্নি তানজিলা (১৮), শ্যালিকা তাকিয়া আক্তার (১৩), বন্ধু এসআই ফারুক হোসেন ও মাইক্রোবাসের চালক নাহিদ। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. শরিফুল ইসলামের স্ত্রী রিমি আক্তার। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সংলগ্ন মল্লিকপুরে এ ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের সুনামগঞ্জ থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামের স্থানে পৌঁছালে বোয়ালমারী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ খবর নিশ্চিত করেন। অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। Related posts:ময়মনসিংহে র্যাবের অভিযানে নারীসহ আরসার ৪ সদস্য আটকভূমিকম্পে কাঁপল রংপুরজামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু Post Views: ২৪৯ SHARES সারা বাংলা বিষয়: