বাল্যবিয়ের অপরাধে নালিতাবাড়ীতে যুবকের দেড় বছরের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ নালিতাবাড়ি প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে আয়নাল হক (২২) নামের এব যুবককে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে এক নাবালিকা কিশোরীকে দ্বিতীয় বিয়ে করার অপরাধে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৫ জানুয়ারি রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান তার নিজ কার্যালয়ে ওই সাজার আদেশ দেন। আয়নাল উপজেলার কালিনগর এলাকার মোশারফ হোসেনের ছেলে। জানা যায়, আয়নাল হকের প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দেড় বছরের এক পুত্র সন্তান রেখে নাবালিকা এক কিশোরীকে দ্বিতীয় বিয়ে করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন আয়নালের স্ত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর আয়নাল হক ও কনেকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। পরে বরের বাল্যবিয়ে করার স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করলে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে দেড় বছরের বিনাশ্রম সাজার আদেশ দিয়ে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। Related posts:শেরপুরে মাঝপথে বারবার যাত্রী উঠানোর প্রতিবাদ করায় যাত্রীর উপর হামলাবরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০শেরপুরে বাজার মনিটরিংকালে মিষ্টির দোকানে জরিমানা Post Views: ২৬৩ SHARES নালিতাবাড়ী বিষয়: