মুজিববর্ষের ক্ষণগণনা মঞ্চে কামাল-বি. চৌধুরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০ অনলাইন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী)। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও পুরানো বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে দেখা যায় সাবেক এই রাষ্ট্রপতিকে। একই মঞ্চে দেখা যায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকেও। মঞ্চে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যায়। এই দিন বিকেল ৪টা ৩৭ মিনিটের দিকে বিমান বাহিনীর একটি বিশেষ বিমান প্রতীকী হিসেবে অবতরণ করে পুরানো বিমানবন্দরের রানওয়েতে। এ সময় ১৯৭২ সালের ১০ জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন সেদিন বাজানো সন্ধ্যা মুখার্জির গান -বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আর ঘরে ঘরে এত খুশি তাই…বাজানো হয় মাইকে। পাশাপাশি জনতার মধ্য থেকে জাতীয় পতাকা নেড়ে প্রতীকী বিমানকে স্বাগত জানানো হয়। Related posts:ফেব্রুয়ারিতে হতে পারে সংরক্ষিত নারী আসনের ভোট: ইসির অতিরিক্ত সচিবমার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়সকল ধর্মের মানুষের রক্তে গড়া লাল-সবুজের পতাকা : তথ্যমন্ত্রী Post Views: ২৯৪ SHARES জাতীয় বিষয়: