শাকিবের ‘লন্ডন লাভ’র নায়িকা কলকাতার নুসরাত, থাকছেন মিমও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ বিনোদন ডেস্ক : দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘লন্ডন লাভ’ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সেই সঙ্গে সিনেমাটিতে দেখা যেতে পারে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকেও। যদিও সিনেমাটির পরিচালক ইফতেখার চৌধুরীর বক্তব্য ‘লন্ডন লাভ’ সিনেমাতে এখনও শাকিব খান ছাড়া অন্য কেউ চূড়ান্ত না। কলকাতার নুসরাত জাহান ও বিদ্যা সিনহা মিমের সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বলেন, ‘দেখুন আমরা অনেকের সঙ্গে এই সিনেমার ব্যাপারে কথা বলেছি। আপনি যাদের নাম বলছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। কিন্তু তারা কেউ চূড়ান্ত না।’ শাকিব খানের সঙ্গে পরিচালক ইফতেখার চৌধুরী এদিকে কলকাতার নুসরাত জাহানও সিনেমাটি নিয়ে আলোচনার ব্যাপারটি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। তবে সেটা এখনো আলোচনার পর্যায়ে; চূড়ান্ত হয়নি। সব ঠিক হলে তারপরই এই প্রসঙ্গে মন্তব্য করতে পারবো।’ এদিকে সিনেমাটি নিয়ে কথা বলতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও মিম দেশে না থাকায় তার সাড়া পাওয়া যায়নি। মিষ্টি প্রেমের গল্পে নির্মাতা ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘লন্ডন লাভ’ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা আছে চলতি বছরের এপ্রিলে। মুক্তির কথা আছে চলতির বছরের শেষ ঈদে। Related posts:৯ বছরের সংসার ভাঙল অভিনেতা অপূর্ব-অদিতিরভোটের লড়াইয়ে তারকারা: নূর-ফেরদৌসের বাজিমাত, হারলেন মমতাজ-মাহিআলোচিত নায়িকা পরীমনির মামলার প্রতিবেদন ১০ অক্টোবর Post Views: ৩৩৪ SHARES বিনোদন বিষয়: