শেরপুরে জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৪২৪৫) এর নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন নব-নির্বাচিত জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও দেশ বার্তা বিডি ডটকমের সম্পাদক সাদুজ্জামান সাদী। নব-নির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সহসভাপতি শ্রী মলিন্দ্র চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট চন্দন কুমার পাল বলেন, বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের যে কোন প্রয়োজনে পাশে আছে শেরপুর জেলা আওয়ামী লীগ। ওইসময় তিনি নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরিফ রেজা সংগঠনের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিদ্যুৎ কারিগরি শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করে থাকে। শ্রমিকরা কোন কারনে দুর্ঘটনার শিকার হলে মালিক পক্ষ কোন প্রকার দায় নিতে চাই না। তারা বুঝতে পারে না, দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হলে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের কি অবস্থা হয়। তাই তিনি শ্রমিকদের এক হয়ে কাজ করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরের সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি নব-নির্বাচিত কমিটির যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। ওইসময় তিনি আরও বলেন, আধুনিক সমৃদ্ধশালী বৈষম্যহীণ নাগরিক সুবিধাসম্পন্ন মডেল পৌরসভা গড়ে তুলতে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে আমি শ্রমিক নেতা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। এসময় তিনি সকলের কাছ দোয়া ও সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান, সহ সভাপতি আব্দুল মজিদ সাধারণ সম্পাদক মোঃ হানিফ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাসুর রহমান আকাশ, কোষাধ্যক্ষ আবু হাসান, প্রচার সম্পাদক রাজা মিয়া, দপ্তর সম্পাদক আফসর আলী উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জামালপুরের রুমানা সাইজি, শেরপুরের চৈতী দেওয়ান, শিরীন শারমিন, নাঈম সরকার, মিনাল সরকার। নাচ পরিবেশন করেন মৌসুমী আক্তার ও লিজা মনি। Related posts:ঝিনাইগাতীতে হাতির আক্রমণে নিহত ২ পরিবারকে আর্থিক অনুদানসহ খাদ্যসামগ্রী প্রদাননকলায় রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণঅবশেষে শেরপুরের জেলা প্রশাসকের উদ্যোগে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উদ্ভুত পরিস্থিতির অবসান Post Views: ৩৯৩ SHARES শেরপুর বিষয়: