শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটি গঠন ॥ সভাপতি হাসানুর, সম্পাদক রাকিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নয়া কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে হাসানুর রহমানকে সভাপতি, আব্দুর রাকিবকে সাধারণ সম্পাদক ও মোঃ সুজন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ১১ জানুয়ারি শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদী ওই কমিটি অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল শ্যামলী নিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, ছাত্রলীগের শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। Related posts:শেরপুরে শিশু ধর্ষণ ও অপহরণের সাজা ৪৪ বছরের কারাদণ্ডশ্রীবরদীতে সাংবাদিক জুবায়ের রহমানের বাবা মজিবর রহমান মাষ্টারের ইন্তেকালএক যুগ ধরে শিকলে বাঁধা কিশোরী আল্পনার জীবন Post Views: ৩২০ SHARES রাজনীতি বিষয়: