শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল উপলক্ষ্যে শোভাযাত্রা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে’র আয়োজেন আগামী ১৭ জানুয়ারী থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ ২০২০’ ফুটবল খেলা। এ উপলক্ষে ১৩ জানুয়ারি সোমবার বিকেলে শেরপুরে জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। কালেক্টরেট চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানুল মামুন, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল সহ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও, স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহরের রঘুনাথ বাজার বঙ্গবন্ধু চত্বরের জন্মশতবর্ষের কাউন্টডাউন ঘড়ির সামনে গিয়ে শেষ হয়। Related posts:নালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যুঝিনাইগাতীতে মাইক্রোবাসচাপায় প্রাণ গেল দুই ছাত্রেরশেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আরো ১ জন গ্রেফতার Post Views: ২৭০ SHARES খেলাধুলা বিষয়: