শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। খোলা মাঠ, মুক্ত আকাশ ও বিশুদ্ধ বাতাস শিশুর মনকে করে প্রফুল্ল। শিশুদের মাঝে উদ্দীপনা, কর্মক্ষমতা, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলাবোধ, সহনশীলতা ইত্যাদি মানবিক গুণাবলি বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়া ও জীবনমুখী শিক্ষার পাশাপাশি তাদের সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করতে শেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ৫ জানুয়ারি রবিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তোফায়েল আহমেদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুলসহ শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে কৃষক-কৃষানী প্রশিক্ষননালিতাবাড়ীতে ২ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোরকে নির্যাতনের অভিযোগশেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Post Views: ২৫৭ SHARES খেলাধুলা বিষয়: