শেরপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ শ্যামলী নিউজ ডেস্ক : শেরপুরের নকলায় ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ নূরে আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে নকলা পৌর শহরের বাজারদী এলাকা থেকে তাকে হাতে-নাতে আটক করা হয়। নূরে আলম কুড়িগ্রামের রৌমারী উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে। জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র্যাব-১২ (পাবনা) সিপিসি-২ এর এএসপি আমিনুল কবির তরফদারের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল নকলা পৌর শহরের বাজারদী এলাকায় ক্রেতা সেজে অভিযান চালায়। এক পর্যায়ে রাত সোয়া ৮টার দিকে স্থানীয় আবু বক্কর সিদ্দিকীর দোকানের সামনের রাস্তা থেকে তাকে ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরে আলম স্বীকার করেছে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। অভিযোগ ও আলামতসহ নূরে আলমকে নকলা থানায় সোপর্দ করা হয়েছে। ওই ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ। Related posts:ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভাঝিনাইগাতীতে বঙ্গমাতা, শেখ কামালের জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভামসিকের উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রদান করেছেন প্রধানমন্ত্রী : মেয়র টিটু Post Views: ২৯১ SHARES নকলা বিষয়: