সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০ অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আমঝোল গ্রামের শাহাজান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৮) এবং একই গ্রামের উসমান আলীর ছেলে সুরুজ আলী (১৭)। ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্য তাদের গুলি করে হত্যা করে বলে জানা গেছে। গুতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া বিএসএফের গুলিতে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, একজন নিহতের কথা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব। Related posts:সাংবাদিকতা এক সময় অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল : প্রেস সচিববড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে সিটিটিসির বার্তাইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান Post Views: ২৪৭ SHARES জাতীয় বিষয়: